X

চিকিৎসকদের জন্য মানবিক সাহায্যের আবেদন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

ডা. রায়হান রাহাত, কক্সবাজার মেডিকেল কলেজের চতুর্থ প্রজন্মের একজন চিকিৎসক। রেক্টাল কারসিনোমা ডায়াগনোসিস হয় ২০১৮ এর অক্টোবরে। এরপর দুই বছরের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী!

রেডিওথেরাপি -> প্রথম সার্জারি -> প্রথম কেমোথেরাপি -> দ্বিতীয় সার্জারি -> তৃতীয় সার্জারি -> দ্বিতীয় কেমোথেরাপি -> কোভিড পজিটিভ -> চতুর্থ সার্জারি – – –

এখন আবার তৃতীয়বারের মত কেমোথেরাপি লাগবে।
দীর্ঘ ক্লান্তিকর সব দিন, কি প্রচণ্ড শারীরিক কষ্ট আর মানসিক চাপ! তাও ভেঙ্গে পড়েননি তিনি। তিনি তাঁর বাবা মায়ের বড় ছেলে।

ক্যান্সারের চিকিৎসা এমনিতেই ব্যয়বহুল। দুর্ভাগ্য যে উনার ক্ষেত্রে সবই দুই-তিন বার করে লাগছে। কারণ উনার দুইবার রিকারেন্স হয়েছে। দ্বিতীয় রিকারেন্সে বেশ কিছু কম্পলিকেশান হয় (এন্টারোভেসিকেল ফিস্টুলা), সাথে ক্যান্সার কোষ আশেপাশে ছড়িয়ে যায় (লোকাল মেটাস্টেসিস)। ফলে উনাকে চতুর্থবারের মত অত্যন্ত জটিল অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয় এবং বর্তমানে আবারো কেমোথেরাপি নিতে হবে।

এই অদম্য ডাক্তারকে জীবন যুদ্ধে জয়ী হতে ও সুস্থ হতে সাহায্য করুন। উনার কেমোথেরাপি এবং বাকি চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য কমপক্ষে ১৫-২০ লাখ টাকা প্রয়োজন, পরবর্তী চিকিৎসার ধরণ অনুযায়ী যা আরো বাড়তে পারে। ডা. রায়হানের জীবন বাঁচাতে আপনাদের ভালোবাসার হাত প্রসারিত করুন।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

ডা. রায়হানের একাউন্ট নাম্বার-

1) Name: Mohammad Rayhan
Account no: 1451059357
Dutch Bangla Bank Limited
Laldighi Branch, Cox’s Bazar

Nexus pay- 1451050009357

2) Another account: Mohammad Rayhan
Acc. No: 0411340013402
Social Islami Bank Limited
Rampura Branch

3) Account Name: Abdur Rahman (Father of Rayhan)
Acc.no: 0411340002501
Social Islami Bank Limited
Rampura Branch

Bkash- 01705121881 (ডা. প্রভা)
Bkash- 01673791716 (ডা. জাহিন)
Rocket- 016752267533 (ডা. সাকিব

আরেকজন অদম্য চিকিৎসক ডা. ওমর ফারুক, চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫৬ তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বর্তমানে Bilateral femur fracture with pulmonary embolism with lung collapse নিয়ে ঢাকার আজগর আলী মেডিকেলের ICU তে ভর্তি। উনার প্রতিদিন ICU বিল ও অপারেশন খরচ বাবদ আনুমানিক ১০ লক্ষ টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবাই উনার জন্য দোয়া করবেন এবং নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করবেন।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

বিকাশ: 01680304393 (পিয়াল)
বিকাশ: 01682349889 (জয়)
বিকাশ: 01933299070 (অভি)
বিকাশ: 01673357426 (তানভীর)

রকেট: 019150523106 (জয়)
রকেট: 019332990703 (অভি)

চিকিৎসক সমাজের ভবিষ্যত কাণ্ডারীদের জন্য প্রচুর পরিমাণে আর্থিক সহযোগিতার প্রয়োজন। এক্ষেত্রে একজন মানুষ হিসেবে এমন পরিস্থিতিতে ব্যাপারটি আমাদের মানবিক আবেদন না ভেবে দায়িত্ব হিসেবে ভেবে সেই দায়িত্ববোধ থেকেই আশা করি সবাই সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করবেন।

সবাই উনাদের জন্য দো’আ করবেন এবং যার যার নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।

অংকন বনিক:
Related Post