X

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মানবন্ধন

প্ল্যাটফর্ম নিউজ, ২০ অক্টোবর মঙ্গলবার, ২০২০

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবীতে মানববন্ধন করেছেন কুষ্টিয়ার মেডিকেল ও ডেন্টাল কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আজ সকালে কুষ্টিয়া পৌরসভার সামনে এই মানববন্ধনের আয়োজন করেন মেডিকেল শিক্ষার্থীরা। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তারা জনান, বর্তমান মহামারী করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বৃত্তিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্যঝুঁকি এবং করোনা আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের দাবিতে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনরত শিক্ষার্থীরা

যেসব দাবি ওনারা তুলে ধরেনঃ

১. করোনাকালীন সময়ে ঝুঁকি এড়াতে বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং ১ম, ২য় ও ৩য় বৃত্তিমূলক পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট আদেশ অতিদ্রুত সংশোধিত করা হোক।

২. অনতিবিলম্বে সেশনজট দূরীকরণের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে অটোপ্রমোশনের মাধ্যমে পরবর্তী ফেজের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হোক এবং ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত সকল আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করতে হবে।

এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ দ্রুত সিদ্ধান্ত আশা করেছেন শিক্ষার্থীরা।

Firdaus Alam:
Related Post