X

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত নতুন অফিস আদেশ জারি

প্ল্যাটফর্ম নিউজ, ২৪শে জুন, ২০২০, বুধবার

বর্তমানে চলমান কোভিড-১৯ পরিস্হিতিতে সংগত কারণেই দেশের অন্যান্য সরকারি হাসপাতালের মত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বায়োমেট্রিক পদ্ধতিতে চিকিৎসকদের উপস্থিতি কার্যক্রম বন্ধ করা হয়েছিল।

তবে গত ২০শে জুন, ২০২০ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ূন কবীর চিকিৎসকদের হাজিরা প্রদান সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন।

উক্ত আদেশে বলা হয়, কোভিড-১৯ এর কারণে হাসপাতালে বায়োমেট্রিক উপস্থিতি কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে হাসপাতালটির সমস্ত অন্তর্বিভাগ ও বহিঃবিভাগে পূর্বের ন্যায় সকল কার্যক্রম চলছে। তাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের নিয়ন্ত্রণাধীন সকল চিকিৎসককে হাসপাতালে যথাসময়ে আগমন ও প্রস্থানের সময় (সকাল ৮.০০ টা হতে দুপুর ২.৩০) উল্লেখপূর্বক হাসপাতালের উপ পরিচালক (ডা. মোহাম্মদ আফছারুল ইসলাম) এর কক্ষে উপস্থিত হয়ে হাজিরা রেজিস্ট্রারে স্বাক্ষর করতে হবে।

হৃদিতা রোশনী:
Related Post