X

ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্ল্যাটফর্ম ও উৎসর্গ ফাউন্ডেশন

প্ল্যাটফর্ম নিউজ, ১জুন ২০২০, সোমবার

মহামারি করোনাভাইরাসের মধ্যেই সম্প্রতি আঘাত হানে ঘূর্ণিঝড় আম্ফান। আম্ফানের তাণ্ডবে বিভিন্ন জেলার উপকূলীয় অঞ্চলের জনজীবন আজ বিপর্যস্ত। উপকূলবর্তী পরিবারগুলো পথে বসেছে আজ।

খুলনার কয়রা উপজেলার অবস্থা ভয়াবহ! বাঁধ ভেংগে জোয়ার ভাটার পানির সাথেই বসবাস করতে হয়েছে তাদের। অধিকাংশ পরিবার হারিয়েছে তাদের সবটুকু। জীবনধারনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর অভাবে ধুকছে সবাই। আজকে একটুখানি মানবিক সাহায্য হয়তো তাদের একবেলা ভরাপেট থাকার কারণ হতে পারে। তাই উৎসর্গ ফাউন্ডেশনকে সাথে নিয়ে প্ল্যাটফর্ম সাহায্য করতে চায় ঐ সকল মানুষদের। প্ল্যাটফর্মিয়ানরা এর আগেও মানবতার টানে এগিয়ে এসেছে বারবার।

কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অতি শীঘ্রই ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করবে প্ল্যাটফর্মউৎসর্গ ফাউন্ডেশন। আপনার সাধ্যমতো আপনিও এ কর্মসূচিতে সাহায্য পাঠাতে পারেন নিচের ছবির উল্লিখিত নগদ, বিকাশ অথবা রকেট নম্বরের যেকোনো একটিতে। সাহায্য করা যাবে ৭ই জুন, ২০২০ পর্যন্ত।

প্ল্যাটফর্ম ও উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আপনার সাহায্য পৌছে যাবে ভুক্তভোগীদের কাছে। দেশের এই দূর্যোগময় পরিস্থিতিতে উপকূলীয় ঐ অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটি একটি মানবিক আবেদন।

যে যতটুকু পারেন, যার যা সামর্থ আছে, অন্তত ততটুকু নিয়ে হলেও সেই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালে একটু হলেও সাহায্য হবে তাদের অসহায় জীবনের, হতে পারে তাদের অন্নহীন মুখে খাবারের জোগান।

ফেসবুক ইভেন্ট লিংক : https://facebook.com/events/s/%E0%A6%98%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%9D%E0%A6%A1-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%AB%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%97%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%A4-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B7%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B6-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0/262805568117620/?ti=cl

Ruhana Auroni:
Related Post