X

কোভিড-১৯: রোমানিয়ায় আক্রান্ত ১০ নবজাতক

০৯ এপ্রিল, ২০২০

পশ্চিম রোমানিয়ার তামিসোয়ারা শহরের ওডোবেস্কু মেটারনিটি হাসপাতালে গত ১ এপ্রিল ৪৯ জন মা ও শিশুর নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ৬ এপ্রিল নমুনাগুলো পরীক্ষা করা হলে এদের মধ্যে ১০ নবজাতকের শরীরে কোভিড-১৯ এর ভাইরাস SARS-CoV-2 এর উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। যদিও পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই গত ২ ও ৪ এপ্রিল ঐ ১০ জনের অন্তর্ভুক্ত ৯ জন মা তার নবজাতক নিয়ে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ছাড়পত্র পাওয়া মা ও নবজাতকদের সন্ধান করে বাসায় কোয়ারেন্টাইন করার ও তাদের গত কয়েকদিনের গতিবিধির ইতিহাস তদন্তের জন্য তামিসোয়ারা জনস্বাস্থ্য প্রশাসন কে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী নেলু তাতারু।

নবজাতকের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া এখন পর্যন্ত বিরল ঘটনা। এর আগে চীনে ফেব্রুয়ারী মাসে প্রথম এবং মার্চের মধ্য দিকে লন্ডনে একটি সহ বিচ্ছিন্ন ভাবে কয়েকজন নবজাতকের কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। একসাথে একই হাসপাতালে এত বড় সংখ্যায় নবজাতকের কোভিড-১৯ আক্রান্তের এটাই প্রথম ঘটনা।

নিজস্ব প্রতিবেদক/
মোঃ নাফিউল ইসলাম টিপু

Publisher:
Related Post