X

করোনা মোকাবেলায় হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিক্ষার্থীরা

১১ এপ্রিল, ২০২০

আতংকিত না হয়ে সচেতন হোন। বার বার হাত পরিস্কার করুন সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবার কে সুস্থ রাখুন।

উপরোক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে এলো কুমিল্লা জেলার,আদর্শ সদর উপজেলার ধনুয়াখোলা গ্রামের একদল মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী।

কোয়ারেন্টাইনে থেকেও বসে নেই তারা। নিজ গ্রামের মানুষের স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে আসে সবাই। তারা নিজ উদ্যেগে আইইডিসিআর এর দেয়া নিয়মাবলি অনুসারে তৈরি করে একহাজার পিস হ্যান্ড স্যানিটাইজার।

অতঃপর হ্যান্ড স্যানিটাইজার গুলো বিনামূল্যে বিতরণ করা হয় মানুষের মাঝে। এতে এলাকার মানুষ বিশেষভাবে উপক্রিত হয়।

করোনা মোকাবিলায় পরিস্কার-পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে নিয়মিত সাবান অথবা আলকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত পরিস্কার করলে হাতে লেগে থাকা জীবানু ধ্বংস হয়।

এই রকম পদক্ষেপ নিতে পারেন আপনিও।এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে সুস্থ রাখতে পারি আপনার-আমার কাছের মানুষ গুলোকে।

আপনার এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে পারেন আপনিও।

নিজস্ব প্রতিবেদক/সিলভিয়া মীম

Publisher:
Related Post