X

করোনা সনাক্তের জন্য ফরিদপুর মেডিকেলে ল্যাব স্থাপন

১১ এপ্রিল, ২০২০: করোনা ভাইরাস (কোভিড-১৯) টেস্টের জন্য ফরিদপুরে পিসিএর মেশিন এবং ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ। কয়েকদিন আগেই ল্যাব স্থাপনের সব যন্ত্রপাতি পৌছায় ফরিদপুর মেডিকেল কলেজে তারপর থেকে কাজ শুরু করে টেকনিশিয়ান টিম।

একাডেমিক ভবনের চতুর্থ তলায় প্রস্তুত হচ্ছে এ ল্যাব এবং আগামী সপ্তাহ থেকে করোনা ভাইরাস সনাক্তের টেস্ট শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা৷

১০ এপ্রিল গত শুক্রবারে সব সরঞ্জাম পৌছালেও
আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিলে ল্যাব যার ফলে খুব দ্রুত টেস্টের কাজ শুরু করা যাচ্ছে৷

বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি জেলার মানুষজন উপকৃত হবে এ ল্যাব প্রতিষ্ঠা হলে। পরীক্ষার জন্য তাদের আর ঢাকাগামী হওয়া লাগবে না৷

ফরিদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. এস এম খবিরুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্যের চেষ্টায় স্বাস্থ্য মন্ত্রনালয় ফরিদপুর অঞ্চলের জন্য এ ল্যাবটি স্থাপনের অনুমতি দেয়ার পর পরই ল্যাব স্থাপনের কাজ শুরু করেছে ফরিদপুর মেডিকেল কলেজ কতৃপক্ষ৷

দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস এর রোগী সনাক্ত হওয়ার পর থেকে বৃহত্তর ফরিদপুরবাসীর প্রানের দাবী হয়ে উঠে ল্যাব স্থাপন৷ ল্যাব স্থাপনের খবর জানার পর তারা খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৬ জন মারা গেছেন। এদের মধ্যে তিনজন ঢাকার, দুইজন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালীর বাসিন্দা। তারমধ্যে ৫ জন পুরুষ এবং একজন মহিলা এবং নতুনভাবে আক্রান্ত হয়েছিল ৯৪ জন৷

স্টাফ রিপোর্টার/ শেখ লুৎফুর রহমান তুষার

Platform:
Related Post