X

করোনা মোকাবিলায় মুগদা মেডিকেলের ডাক্তারদের পাশে বুয়েট

২২ মার্চ,২০২০
সম্প্রতি মহামারী আকারে ছড়িয়ে পরা কোভিড ১৯ বিরুদ্ধে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের ডাক্তার সমাজ।তারা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট(পিপিই) এর অপ্রতুলততার মধ্যেই তাদের চিকিৎসা কার্জক্রম অব্যাহত রেখেছেন।এমনই সময় ডাক্তারদের পাশে এসে দাড়িয়েছেন বুয়েটের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা।


তারা নিজেদের উদ্বোগে, নিজেদের ল্যাবে প্রস্তুতকৃত হ্যান্ড স্যানিটাইজার এবং ডিসপোজেবল গ্লাভস সরবরাহ করেছেন ঢাকার বিভিন্ন হাসপাতাল সমূহে।
এরই ধারাবাহিকতায় আজ মুগদা মেডিকেল কলেজে তারা ১০০ টি হ্যান্ড স্যানিটাইজার এবং ৩৫০জোড়া ডিজপোজেবল গ্লাভস সরবরাহ করেন।

এসময় বুয়েটের প্রতিনিধি হিসেবে ফারদিন ইশতিয়াক আরাফ মুগদা মেডিকেল কলেজের পরিচালকের হাতে উক্ত সামগ্রী সমূহ তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক/জান্নাতুন নাসিরা জুঁই

Publisher:
Related Post