X

হোম কোয়ারেইন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

২২ মার্চ,২০২০

চট্টগ্রামেরবোয়ালখালিতে হোম কোয়ারেইন্টাইন না মানায় এক প্রবাসীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ২১ মার্চ উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এই জরিমানার নির্দেশ প্রদান করেন।

গত বৃহষ্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেন বোয়ালখালি উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রবাসী আসফাক খান। দুবাই এয়ারপোর্টে স্ক্যানিং হওয়ায় নিজেকে করোনা সাসপেক্টেড নয় বলে দাবী করে হোম কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানান তিনি।

প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে,২১ মার্চ উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ আসফাক খানকে তার বাড়ি গিয়ে পান নি।
তার এ ধরণের আচরণ কোভিড ১৯ মোকাবেলায় হুমকির কারণ হওয়ায় দন্ডবিধি ২৬৯ এর আওতায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। তার পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে আসফাক খানের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
পরবর্তীকে তাকে এবং তার পরিবারকে কোয়ারাইন্টাইনের প্রয়োজনীয়তা সম্পর্কে আবারও জানানো হয়।

এ সময় সার্বিক সহায়তায় ছিলেন বোয়ালখালি উপজেলার স্বাস্হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।

নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ

Publisher:
Related Post