X

কোভিড-১৯ প্রতিরোধে ২৫ মার্চ থেকে দেশের সকল মার্কেট বন্ধ ঘোষণা

রবিবার, ২২ মার্চ, ২০২০: সম্প্রতি মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ প্রতিরোধে আগামী ২৫ থেকে ৩১ মার্চ দেশের সমস্ত সুপার মার্কেট ও বিপণিবিতান বন্ধ থাকবে।

আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, করোনাভাইরাসের কারণে মার্কেট ক্রেতাশূন্য হওয়ায় এবং শ্রমিক, কর্মচারী ও মালিকদের মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে ২৫ থেকে ৩১ মার্চ দেশের সমস্ত সুপার মার্কেট বন্ধ রাখা হবে।

তবে এ সময় কাঁচা বাজার, মুদি দোকান, ঔষধের দোকান ও সুপার শপসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানপাট খোলা থাকবে। এছাড়াও সমিতির পক্ষ থেকে এসব জিনিসের দাম না বাড়ানোর জন্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের অনুরোধ করা হয়।

নিজস্ব প্রতিবেদক/ অভিষেক কর্মকার জয়

Platform:
Related Post