X

করোনা জয় করে কাজে ফিরলেন চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ, ০১ মে ২০২০, শুক্রবার:

করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়ে আবারো কাজে যোগ দিয়েছেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক মাহমুদুল ইসলাম।

গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) করোনা উপসর্গ থাকা এক বৃদ্ধ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছিলেন ডা. মাহমুদুল। পরবর্তীতে নিজের শরীরে করোনার লক্ষণ দেখা দিতে শুরু করলে তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান। এরপর ৮ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষা করে ফলাফলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। চিকিৎসক হবার সুবাদে তিনি নিজ বাসাতেই প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। অযথা প্যানিক না হয়ে, বাসায় থাকাকালীন তিনি সবার থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রেখেছিলেন। ১২ এপ্রিলের পর থেকে শরীরে জ্বর, সর্দি, কাশির পরিমাণ কমতে শুরু করলে ধীরে ধীরে তার শারিরীক অবস্থার উন্নতি হয়।

বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। দীর্ঘ ২৬ দিন পর কোয়ারেন্টাইন থেকে ফিরে পুনরায় নতুন করে তিনি চিকিৎসাসেবা শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

Abdullah Al Maruf:
Related Post