X

“হারানোর কিছু নেই, আমি বিবেকের কাছে জিতেছি”: মুগদা মেডিকেলের পরিচালক

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ১ মে, ২০২০

গত ৩০ মার্চ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০টি এন নাইনটি ফাইভ (N-95) মাস্ক পাঠানো হলে হাসপাতালের পরিচালক ডা. শহিদ মোহাম্মদ সাদিকুল ইসলাম সেই মাস্কগুলোর মান নিয়ে প্রশ্ন তোলেন এবং ১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর বরাবর একটি চিঠি দেন। ফলাফলস্বরূপ উনাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

উক্ত ঘটনার ফলে তিনি সারা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। চিকিৎসকসমাজ থেকে শুরু করে দেশের জনগণও তার পক্ষে নিজেদের আওয়াজ তোলে।

রাজধানীর ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলামকে বুধবার ২৯ তারিখে ওএসডি করার ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি৷ তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে তা স্পষ্ট করা হয় নি চিঠিতে।

এর প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন,
“আমার হারানোর কিছু নেই। আমি বিবেকের কাছে জিতেছি।”

পেশাগত জীবনের সুনামের সাথে কাজ করে আসা ডা. শহীদ মোহাম্মদ সাদিকুল ইমলাম চাকরি থেকে অবসরে যাবেন আর ৭ মাস বাদে। আপাতত তিনি স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।

নিজস্ব প্রতিবেদক / আশরাফ মাহাদী

Platform:
Related Post