X

এবার করোনার ছোঁবলে সুনামগঞ্জ- আক্রান্ত এক নারী!

১২ এপ্রিল, ২০২০। রবিবার

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার পর এবার সুনামগঞ্জেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে ৪০ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) সকালে ওই নারীর করোনা পজিটিভ রিপোর্ট বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস বলেন, “কয়েকদিন আগে সন্দেহভাজন নারী রোগীর নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। রোববার রিপোর্ট আসে মহিলা করোনা পজিটিভ। এর পরেই বাড়িটি লকডাউন করা হয়। তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।”

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে ১৮১ জানের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়ার পরপরই আজ বিকেলে করোনা নিয়ে জরুরি সভার ডাক দেওয়া হয়েছে। বিকালেই সুনামগঞ্জ লকডাউনের মতো সিদ্ধান্তও আসতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, “আজ বিকেলে করোনা নিয়ে জরুরি বৈঠক আছে। বৈঠকে আমরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেব।”

তিনি আরো জানান, “করোনা শনাক্ত হওয়া রোগীর বাড়িতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে রোগীর সার্বিক অবস্থা জানার জন্য। যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হবে।”

জেলা প্রশাসকের ভাষ্যমতে, দোয়ারাবাজারের চণ্ডীপুর গ্রামের ওই নারী করোনায় আক্রান্ত হবার তথ্যটি নিশ্চিত হবার পরপরই চণ্ডীপুর গ্রামকে পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

Publisher:
Related Post