X

একদিনেই হবিগঞ্জে ১ জন চিকিৎসক ও ১ নার্সসহ ১০ জনের করোনা শনাক্ত

প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল, ২০২০, মঙ্গলবার

হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় একদিনেই ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) রাত ১১টায় ১০ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও নার্সরা হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। বাকিরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান তিনি।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মোস্তাফিজুর রহমান বলেন, আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। হবিগঞ্জে এই প্রথম কোনো চিকিৎসক করোনা আক্রান্ত হলেন।

আক্রান্ত ১০ জনের মধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচং উপজেলায় ৩ জন, বাহুবল উপজেলায় ১ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২ জন ও চুনারুঘাট উপজেলায় ১ জন।

সোমবার ওসমানীর মেডিকেল কলেজের ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে এবং ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। যাদের সবার বাড়ি হবিগঞ্জ। এ নিয়ে হবিগঞ্জে মোট ১১ জনের করোনা শনাক্ত হলো।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

Platform:
Related Post