X

আইইডিসিআর হটলাইনে ফোন দিয়ে আপত্তিকর মন্তব্য করায় ২ কিশোর আটক

প্ল্যাটফর্ম নিউজ
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

আইইডিসিআর এর হটলাইনে ফোন করে নারী চিকিৎসককে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাতে কুষ্টিয়া ও নওগাঁ থেকে সংশ্লিষ্ট জেলা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর যুদ্ধে নেমেছেন বাংলাদেশের ডাক্তাররা। সরকার এরই মধ্যে চালু করেছে টেলিমেডিসিন সার্ভিস। ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারদের ফোন কলে পরামর্শ পাওয়া যাচ্ছে এর মাধ্যমে। কিন্তু অন্তত তিন লাখ ‘আপত্তিকর’ ফোন কল করা হয়েছে টেলিমেডিসিন সংশ্লিষ্ট নম্বরগুলোতে।

সর্বাধিক আপত্তিজনক কল যাচ্ছে আইইডিসিআর এর ৩৩৩ নম্বরে বলে ডাক্তাররা পুলিশকে অভিযোগ জানিয়েছেন।

সিআইডির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, আইইডিসিআরসহ দেশের চিকিৎসকদের কাছে গত কয়েকদিনে অন্তত তিন লাখ ফোনকলে আপত্তিকর কথা বলেছেন ফোনদাতারা। এই বিষয়ে পুলিশ বাহিনী কাজ শুরু করছে।

তিনি জানান, সিআইডি ও জেলা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত ঐ দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে।

তিনি আরও জানান, সে হটলাইন নম্বরগুলোতে বারবার ফোন দিত। কোনো নারী ফোন ধরলেই সে অশালীন কথাবার্তা বলত।

উল্লেখ্য, এ বিষয়ে রাজধানীর বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

হৃদিতা রোশনী:
Related Post