X

কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে যুক্ত হচ্ছে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ১৫ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

রাজধানীর শের এ বাংলা নগরে অবস্থিত শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালটিকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে কার্যকর করা হচ্ছে বলে জানা গিয়েছে। আজ হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মামুন মোর্শেদ জানান মাননীয় প্রধানমন্ত্রী এই হাসপাতাল ও ডাক্তারদের উপর অগাধ বিশ্বাস রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অচিরেই শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২০০ শয্যা বিশিষ্ট লালকুঠি মা ও শিশু হাসপাতাল, মিরপুরকে ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে দুটি হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্ব শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর কাছে ন্যস্ত করতে আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার নির্দেশে প্রস্তুতি হিসেবে আগামীকাল দুপুর ১২ টায় হাসপাতাল কনফারেন্স কক্ষ-২ এ এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post