X

Workshop on Basic Surgical Skills

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ‘ডিবেট এন্ড কুইজ সোসাইটি’ কর্তৃক আয়োজিত ‘ক্যাপটিভ কার্নিভাল’ এর অন্যতম অনুষঙ্গ ছিল এই ওয়ার্কশপ। মূলত সার্জারির বিভিন্ন মৌলিক বিষয় জানানোর জন্যেই এই ওয়ার্কশপের আয়োজন।
সকাল ৯ টায় শুরু হয় আজকের ওয়ার্কশপ। ওয়ার্কশপ পরিচালনার দায়িত্বে ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ ফারুক স্যার, সহকারী অধ্যাপক ইশরাত জাহান ম্যাডাম, রেজিস্ট্রার খাদেমুল বাসার স্যার।
সেশন-১ : শুরুতেই ইসরাত জাহান ম্যাডাম ওটি রুমে ঢোকার নিয়ম সম্পর্কে আলোকপাত করেন। ওটি’র আগে ওয়াশ নেয়া, গাউন পরার নিয়ম সম্পর্কে বলেন। এরপর গ্লাভস পরার নিয়ম, ওটি শেষে কি কি কাজ করতে হয়, পোশাক পরিবর্তন – এ সব বিষয় ও ম্যাডাম আলোচনা করেন ।
সেশন-২ : এরপর আসেন ইমতিয়াজ ফারুক স্যার । স্যার সার্জারির কাজে বিভিন্ন ইন্সট্রুমেন্টের ব্যবহার নিয়ে আলোচনা করেন। কিভাবে ইনসিশন দিতে হয়, কিভাবে ইনজুরি কম হবে- এ সব বিষয়েও স্যার বক্তব্য দেন।
সেশন-৩ : তারপর খাদেমুল বাসার স্যার নট নিয়ে বক্তব্য দেন। স্যার নিজে করার পাশাপাশি উপস্থিত সবাইকে করতে বলেন। এই সেশন টি অনেকের কাছেই উপভোগ্য ছিল। স্যার বিভিন্ন নট বাঁধার উপায় বুঝিয়ে দেন।
সেশন-৪ : এই সেশন ও ছিল ইমতিয়াজ ফারুক স্যার এর জন্য বরাদ্দ করা। এই পর্যায়ে স্যার সুচার নিয়ে আলোচনা করেন। কিভাবে সুতা ঢোকাতে হয়, কিভাবে কাজ করতে হয় – এ সব স্যার সুন্দর ভাবে বুঝিয়ে দেন।
৪ টি সেশনের পর উপস্থিত শিক্ষার্থী দের কয়েক জনকে মঞ্চে ডাকা হয়। তাদেরকে গ্লাভস পরা, গাউন পরা, নট লাগানো – এ সব কাজ করতে দেয়া হয়। এরপর নামাজের এবং খাবারের বিরতি দেয়া হয়।
নামাজের এবং খাবারের বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্যায়ে সব অংশগ্রহণকারীদের ৪ টি দলে ভাগ করে দেয়া হয়। প্রতিটি দলের জন্য ইন্টার্ন ডাক্তার ছিলেন। তাঁরা প্রত্যেককে হাতে-কলমে সকালে যা শেখানো হয়েছিল, তা শিখিয়ে দেন এবং করতে দেন। এর মধ্য দিয়ে ওয়ার্কশপের সমাপ্তি ঘটে।

লেখকঃ মারেফুল ইসলাম মাহী, ইবনে সিনা মেডিকেল কলেজ।

মেডিকেল ডেস্ক:
Related Post