X

anesthesiologist এর স্বল্পতা পুরনে ২০১৫ সালের জানুয়ারী তে স্পেশাল পরীক্ষা।

আজ এক টিভি অনুষ্ঠানে বি এস এম এম উ এর ভিসি অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত জানান সার্জারির ৪০ টি ব্রাঞ্চের বিপরীতে ৪০ জন বিশেষজ্ঞ  তৈরি হচ্ছে তার বিপরীতে anesthesiologist  তৈরি হচ্ছে ১ জন। এর সাথে ২ টি প্রস্তাবনার কথা জানান হয়

১। যারা এনেন্থেসিয়া তে ক্যারিয়ার করতে ইচ্ছুক তাদের ২ বছর গ্রামে থাকা বাধ্যতামূলক নয়।

২। anesthesiologist এর স্বল্পতা পুরনে ২০১৫ এর জানুয়ারী তে আলাদা স্পেশাল পরীক্ষা নেয়া হবে।

যারা এনেন্থেসিয়া তে ক্যারিয়ার করতে ইচ্ছুক তাদের জন্য নিসন্দেহে এটি একটি ভাল সুযোগ।

মেডিকেল ডেস্ক:
Related Post