X

Platform- Call for designers প্রতিযোগিতার ১ম ২য় ৩য় স্থান প্রাপ্তদের ফলাফল প্রকাশ

প্ল্যাটফর্ম বরাবর ই ব্যাতিক্রমধর্মী ইভেন্ট আয়োজন করে দেশের প্রতিশ্রুতিশীল , মেধাবী মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট ও ডাক্তারদের জন্য। আর এর ই ধারাবাহিকতায় ‘Platform -Call for Designers ‘ নামক সম্পূর্ণ ভিন্নধর্মী একটা প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় পতাকার থীম ছিলো -‘ প্ল্যাটফর্ম, দেশ এবং স্বেচ্চাসেবী কার্যক্রম ‘। সারা দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ থেকে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।

৯ই এপ্রিল শুরু হওয়া প্রতিযোগিতা সমাপ্ত হয় ২৫শে এপ্রিল। এই প্রতিযোগিতায় বিচারকের মহান কাজ সম্পাদনা করেন ডাঃ দেবব্রত আইচ মজুমদার,ডাঃ আজমেরি বিনতে আসলাম, ডাঃ তাসদিক হাসান দীপ। তাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা।

প্রতিযোগীতাটির ফলাফল ঘোষণা করা হয় ১৩ ই মে। বিচারকদের রায়ে তিনজন বিজয়ী নির্বাচিত হোন, তারা হলেন –

১ম-ফারিহা জেবিন হৃদি (ঢাকা মেডিকেল কলেজ)

২য়-তাজকিয়া নূর (রাজশাহী মেডিকেল কলেজ)

৩য়-নুসরাত-ই-মজিদ ( শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ)

বিজয়ীদের প্লাটফর্ম পরিবার থেকে অনেক অনেক অভিনন্দন। আগামী ১৯ই মে ২০১৬ ,  বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘Workshop on Management of Hypertension‘ প্রোগ্রামে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

১ম-ফারিহা জেবিন হৃদি (ঢাকা মেডিকেল কলেজ)

২য়-তাজকিয়া নূর (রাজশাহী মেডিকেল কলেজ)

৩য়-নুসরাত-ই-মজিদ ( শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ)

 

লিখেছেন- সাবরিনা আব্বাস

Vivek Podder:
Related Post