X

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে প্ল্যাটফর্মের জনসচেতনতা কার্যক্রমঃ রংপুর মেডিকেল কলেজের আয়োজন

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০১৬ এর প্রতিপাদ্য বিষয়ঃ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখুন,সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করুন।

আয়োজনে  ছিল ঃ প্ল্যাটফর্ম এবং হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর

সহযোগিতায়  ছিল ঃ Doctorola.com and CMUD events

 এ ব্যাপারে স্বাস্থ্য সেবা নিতে আসা জনগণের সচেতনতা বৃদ্ধিতে প্ল্যাটফর্ম বিভিন্ন মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ হাসপাতালে নির্দিষ্ট কিছু স্ক্রিনিং এবং কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছিল  । এটি নির্দিষ্ট কিছু ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত হয়েছিল।

এছাড়া প্রতিটি মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আমাদের এই কার্যক্রমে বেশ উৎসাহ প্রদান করছেন।
রংপুর মেডিকেল কলেজেরএক শিক্ষার্থী , তানভির আহমেদ তালুকদার বলেছেন,  “বিশ্ব উচ্চরক্তচাপ দিবস(১৭ মে,২০১৬) উপলক্ষে “হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার,রংপুর” এবং “Platform” এর আয়োজনে “রংপুর মেডিকেল কলেজে” হয়ে গেলো Clinical work.এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “আপনার রক্তচাপ জানুন”।প্রায় ১৫০ জন Attendance এর Bp পরিমাপ এবং Counseling করা হয়।সেই সাথে তাদের Height,weight,Waist-hip ratio,Bmi পরিমাপ করা হয়।সবার সহযোগীতায় এবং সেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে প্রোগ্রামটি সফলভাবে শেষ হয়।”

রংপুর  মেডিকেল কলেজ শিক্ষার্থীদের  এই কার্যক্রমের ছবি দেওয়া হল ।

  

তথ্য ও ছবি ঃ তানভীর আহমেদ তালুকদার

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post