X

অগ্নিদগ্ধ হয়ে মেধাবী চিকিৎসক দম্পতির সংকটাপন্ন অবস্থা

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ই জুলাই, ২০২০, বৃহস্পতিবার

 

গত ২১শে জুলাই রোজ মঙ্গলবার বাসায় জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মেধাবী চিকিৎসক দম্পতি ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) এবং তার সহধর্মিণী ডা. অনুশোয়া ভট্টাচার্য (৩২) অগ্নিদগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়।

 

ডা. রাজিবের হাতের বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হয়। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন। ২২শে জুলাই রোজ বুধবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, “রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, তার অবস্থা সঙ্কটাপন্ন। অন্যদিকে স্ত্রী এইচ ডি ইউ-তে গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে আশার বাণী হলো তাদের একমাত্র সন্তান সুস্থ আছেন।”

ডা. রাজিব ভট্টাচার্য ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং বর্তমানে নিউরোসার্জারি রেসিডেন্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিযুক্ত আছেন। আর তার স্ত্রী ডা. অনুশোয়া ঢাকা সেন্ট্রাল ইন্ট্যারন্যশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের রেজিস্ট্রার পদে নিযুক্ত। 

Sadia Kabir:
Related Post