X

আইএফএমএসএ বাংলাদেশ এর প্রজেক্ট গ্রেঃ বৃদ্ধাশ্রমের মানুষদের স্বাস্থ্য উন্নয়ন

বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএফএমএসএ বাংলাদেশ) এর উদ্যোগে গত ২০ জুলাই কল্যাণপুরে একটি বৃদ্ধাশ্রমে তাদের “প্রজেক্ট গ্রে” কার্যক্রম শুরু করে।তারই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর “প্রজেক্ট গ্রে চট্টগ্রাম “, চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় অবস্থিত আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এই কর্মসূচি পরিচালনা করে।এই প্রচেষ্টার মুখ্য উদ্দেশ্য ছিল বৃদ্ধাশ্রমে অবস্থানরত পারিবারিক স্নেহ বঞ্চিত,গৃহহীন মানুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নীতকরণে কাজ করা।

বিস্তারিতভাবে বলা যায়,প্রোগ্রামে ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে আশ্রমে বসবাসরত ১৮ জনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।সাথে প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও দেয়া হয়। দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আরো ছিল মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য কাউন্সেলিং এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা। “প্রজেক্ট গ্রে” এর এই কর্মযজ্ঞে সাথে ছিলেন আশ্রমের প্রতিষ্ঠাতা শিল্পপতি শামসুল আলম আইএফএমএসএ বাংলাদেশের প্রেসিডেন্ট ডাঃ সামিরা শফিক চৌধুরী,ডাঃ ইমতিয়াজ জামিল সজল,ন্যাশনাল অফিসার অফ হিউম্যান রাইটস এন্ড পিস শরীফ আলভী, এ্যাসিস্ট্যান্ট আরাফাত মোস্তফা,রায়হান কবির, সাইফুল ইসলাম,পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস রিমু, রাহবার ই দ্বীন,ফাহমিদা রশীদ,তানজিলা আফরোজ,সাইফুল ইসলাম সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সারাদিনের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে আশ্রমের মালিক শামসুল আলম বলেন,”এরকম প্রোগ্রাম যেন প্রতি মাসে একটি করে হয়।শেষ বয়সে এসে এই মানুষগুলোর দিকে হাত বাড়িয়ে দেয়াই আমাদের মানবতা”। উনি আশা করেন “প্রজেক্ট গ্রে” তার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে।আলাপচারিতায় এ প্রসংগে আইএফএমএসএ বাংলাদেশের প্রেসিডেন্ট ডাঃ সামিরা তাকে এই কার্যক্রম নিয়ে সামনে বড় পরিসরে কাজ করার চিন্তা রয়েছে বলে আশ্বস্ত করেন।

ওয়েব টিম:
Related Post