X

চট্টগ্রামে প্ল্যাটফর্ম ৮ম ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

গতকাল ২২ ফেব্রুয়ারি,শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে প্ল্যাটফর্ম-চট্টগ্রাম জোন এর আয়োজনে অনুষ্ঠিত হলো
“প্ল্যাটফর্ম ৮ম ক্যারিয়ার সেমিনার”।

প্ল্যাটফর্ম -চট্টগ্রাম জোন এর অধীনে ডা সামান্হা রহমান (কুমেক ১৮) ও ডা. রাকিব আদনান চৌধুরী’র(চমেক-৫৬) পরিকল্পনায় উক্ত সেমিনার বাস্তবায়নে ছিলেন ডাঃ সায়মন তাওহীদ(চমেক ৪৮),তাওফিক আলম(বিজিসিটিএমসি-১০),মোহাম্মদ মকছুদুর রহমান(চমাশিহামেক-১০),মারিয়া মীম(চমেক ৬০),এ.এস.এম সৌরভ( এএমসিসি -২), তাহমিদ তাহসিন (এএমসিসি-২)!
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাহমিদ তাহসিন!

পূর্বনির্ধারিত সকাল ৯.০০ ঘটিকার মধ্যে আমন্ত্রিত বক্তা ও নিবন্ধিত সদস্যদের আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় সেমিনারের মূল পর্ব।
সেমিনারের শুরুতে মহান ভাষা শহীদ ও ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অতঃপর সেমিনার এর উদ্ভোধন ঘোষনা করেন কো-অর্ডিনেটর ডাঃ সামান্তা রহমান।

অতঃপর ডাক্তারদের সরকারি চাকুরীর নানাদিক এবং বিসিএস এর প্রস্তুতি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করেন ডাঃ মেজবাহুল মোকাররাবীন( এমএস- ইউরোলজী ফেজ বি, চমেক)
এরপর বিদেশে বিভিন্ন উচ্চতর ডিগ্রীর জন্য কিভাবে এপ্লাই করতে হবে,কোথায় কীরকম সুবিধা অসুবিধার সম্মুখীন হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন প্ল্যাটফর্ম ক্যারিয়ার উইং এর বর্তমান কোঅর্ডিনেটর জাহিদ হাসান।

অতঃপর পাবলিক হেলথ এ ক্যারিয়ার করা নিয়ে আলোচনা করেন ডাঃ শাওন বড়ুয়া (মেডিকেল অফিসার – iCDDRB)
ডাঃ মোঃ সারওয়ার আলম (MO,WHO – চমেক ৪৮) আলোকপাত করেন দেশে বিভিন্ন এন.জি.ও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে বিভিন্ন জায়গায় কীভাবে কাজ করা যায় সেসব নিয়ে। তাকে পরিচয় করিয়ে দেন ডাঃ জাহিদুল ইসলাম।

ইতোমধ্যে ডাঃ রাকিব আদনান চৌধুরী(সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট-প্ল্যাটফর্ম, চমেক ৫৬) প্ল্যাটফর্ম এর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন উপস্থিত অতিথিদের মাঝে।

সবার শেষে এম বি বি এস পাশের পর এফ সি পি এস,এম ডি,এম ফিল ইত্যাদি ডিগ্রী অর্জনের জন্য কীভাবে অধ্যায়ন করা লাগবে সে সম্পর্কে আলোচনাকালে দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ডাক্তার দের জীবনী ও ডাক্তারি পেশার অতীত-বর্তমান-ভবিষ্যৎ সম্পর্কে তুলনামূলক আলোচনা উপস্থাপন করেন প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা ডাঃ মোহিব নীরব(ফেজ বি রেসিডেন্ট, অনকোলজি, BSMMU, চমেক ৪৮)

সেমিনারের দ্বিতীয় অংশে থাকে অংশগ্রহণকারীদের জন্য প্রশ্নোত্তর পর্ব।
বক্তারা এ পর্যায়ে অংশগ্রহণকারী ডাঃ ও ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়া ও পড়ালেখা সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর প্রদান করেন বক্তারা।

অতঃপর প্ল্যাটফর্ম-চট্টগ্রাম জোন এর পক্ষ থেকে বক্তাদের হাতে ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন ডাঃ সামান্তা রহমান, মারিয়া মীম,এ.এস.এম সৌরভ(আর্মি মেডিকেল কলেজ) এবং মোহাম্মদ মকছুদুর রহমান(চমাশিহামেক-১০)|

সর্বশেষ দেশব্যাপী এরকম সেমিনার এবং বিষয়ভিত্তিক ওয়ার্কশপ আরো আয়োজন করার আশাবাদ এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্ল্যাটফর্মের বর্তমান সভাপতি ডাঃ নিলয় শুভ।
বক্তব্যে তিনি মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে এরকম একটি গোছানো সেমিনার আয়োজনের জন্য প্ল্যাটফর্ম-চট্টগ্রাম জোন কে এবং সার্বিক সহায়তার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম মোশতাক স্যার,ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর এম এ তাহের খান স্যার এবং জেনারেল সেক্রেটারি ডাঃ আনজুমান আরা ম্যাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবিতে ৮ম প্ল্যাটফর্ম ক্যারিয়ার সেমিনারঃ

ওয়েব টিম:
Related Post