X

৩৯তম বিসিএস: নবীন চিকিৎসকদের বরণ করে নিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১৩ ডিসেম্বর ২০১৯

সম্প্রতি ৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এ উত্তীর্ণ নবীন চিকিৎসকদের দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন পদ প্রদান করা হয়। ১১ ডিসেম্বর ২০১৯ রোজ বুধবার থেকে চিকিৎসকগণ নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করেন।

নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে অজানা পরিবেশে কাজ করতে আসা চিকিৎসকদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বরণ করে নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার (UHFPO) এবং আবাসিক মেডিকেল অফিসার (RMO) এর তত্ত্বাবধানে ফুলেল অভ্যর্থনা জানানো হয় এবং হাসপাতাল ঘুরে দেখানো হয় ৩৯তম বিসিএস এর সহকারী সার্জনদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে থাকা ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং গ্রামীণ স্বাস্থ্য সেবা সম্পর্কেও পরিচিত করা হয় তাদের।

গৌড়নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
খোপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জয়পুরহাট এর সুব্যবস্থাপনা ও সিনিয়রদের অভিভাবকসুলভ আচরণে মুগ্ধ হয়ে নবনিযুক্ত সহকারী সার্জন বলেন, “পুরো স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে মনে হল বাংলাদেশ না, বিখ্যাত টিভি সিরিজ House M.D এর কল্পিত Princeton-Plainsboro হাসপাতালে হাঁটছি। থাকার জায়গা দেখে এতই ভালো লেগে গেল যে তিন দিনের ছুটি পাবার অপশান থাকা সত্ত্বেও একা একা ডর্মে বসে চিল করি।”
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জয়পুরহাট

কর্মস্থলে এরকম উষ্ণ অভ্যর্থনা পেয়ে নবীন চিকিৎসকরা বেশ সন্তুষ্ট। আগামী দুবছর উপজেলার জনগণদের নিজেদের সর্বাত্মক সেবা প্রদানের আশা রাখেন তারা।
প্রথম দিনের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবীন চিকিৎসক
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনিযুক্ত সহকারী সার্জন ডা. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “অনেক দূর থেকে আসা কলিগদের ভোরের হতাশা দুপুর গড়িয়ে বিকেল হতেই অনেকটা কেটে গেছে। বাকিটুকুও কেটে যাবে, এই বিশ্বাস নিয়ে, দেশের স্বাস্থ্য সেবাকে আরও জনমুখী করবার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব।”

প্রতিবেদন/সামিউন ফাতীহা

Platform:
Related Post