X

৪ দফা দাবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীদের আন্দোলনে আবারও উত্তাল শাহবাগ

প্ল্যাটফর্ম নিউজ, ৮ নভেম্বর ২০২০, রবিবার

আজ ৮ নভেম্বর সকাল ১১ টা থেকে সেশনজটমুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন।

মেডিকেলের ১ম, ২য় ও ৩য় প্রফেশনাল পরীক্ষার শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন, শান্তিপূর্নভাবে কর্মসূচি পালন করলেও তারা পুলিশের বাঁধার সম্মুখীন হচ্ছেন। তবুও যথাযথ কর্তৃপক্ষ হতে দাবি আদায়ের লিখিত নোটিশ না পাওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

তাদের দাবিগুলো হলঃ

১. করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে সেকেন্ড ওয়েভ এর মহামারীর মধ্যে প্রফ নয়।

২. সেশনজট নিরসন করে যথা সময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. প্রাইভেট মেডিকেল কলেজগুলোয় করোনায় কার্যক্রম বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের অতিরিক্ত বেতন নেওয়া যাবে না।

৪. করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীরা কোনভাবেই স্বাস্থ্য ঝুঁকি নিতে রাজি নই। কোন শিক্ষার্থী প্রফ দিতে এসে করোনায় আক্রান্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।

এ বিষয়গুলো নিয়ে আজকে সারাদেশের ডিন মহোদয়গণ ও কর্তৃপক্ষ মিটিং করছেন। তবে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে বন্ডসই দিয়ে প্রফেশনাল পরীক্ষায় ঝুঁকি নিয়ে অংশগ্রহন, অসুস্থ হলে পরীক্ষা দিতে না পারা, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বন্ধের মধ্যেও অতিরিক্ত বেতন ও হোস্টেল ফি আদায়, এ সংক্রান্ত অমানবিক বিষয়গুলো তারা তুলে ধরে এর সমাধানের তাগিদ দিচ্ছেন। পাশাপাশি করোনাকালীন সময়ে তারা যেন সেশনজটের মুখোমুখি না হোন, এ বিষয়ে তারা কর্তৃপক্ষকে বিকল্প সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

Sarif Sahriar:
Related Post