X

শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থানরত মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ

প্ল্যাটফর্ম নিউজ, ৮ নভেম্বর ২০২০, রবিবার

আজ ৮ নভেম্বর সকাল ১১ টা থেকে সেশনজটমুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শাহবাগে অবস্থান করছেন।

তারা বলছেন, শান্তিপূর্নভাবে কর্মসূচি পালন করলেও তারা পুলিশের বাঁধার সম্মুখীন হচ্ছেন। তবে দুপুর ১ঃ৩০ টার দিকে পুলিশ মেডিকেল শিক্ষার্থীদের উপর চড়াও হয়। পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মেয়ে শিক্ষার্থীরাও পুলিশের লাঠিচার্জের শিকার হোন বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

সাংবাদিকরাও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন।

মেডিকেল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের এ ধরনের আচরনের তীব্র নিন্দা জানিয়েছেন ডাক্তার সমাজ এবং প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় পরিষদ।

শিক্ষার্থীর জানান কর্তৃপক্ষ হতে দাবি আদায়ের লিখিত নোটিশ না পাওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

তাদের দাবিগুলো হলঃ

১. করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে সেকেন্ড ওয়েভ এর মহামারীর মধ্যে প্রফ নয়।

২. সেশনজট নিরসন করে যথা সময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. প্রাইভেট মেডিকেল কলেজগুলোয় করোনায় কার্যক্রম বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের অতিরিক্ত বেতন নেওয়া যাবে না।

৪. করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীরা কোনভাবেই স্বাস্থ্য ঝুঁকি নিতে রাজি নই। কোন শিক্ষার্থী প্রফ দিতে এসে করোনায় আক্রান্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।

এ বিষয়গুলো নিয়ে আজকে সারাদেশের ডিন মহোদয়গণ ও কর্তৃপক্ষ মিটিং করছেন।

Sarif Sahriar:
Related Post