X

স্যার সলিমুল্লাহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

২১শে মার্চ,২০২০: চলমান করোনা (COVID-19) সংক্রমণ প্রতিরোধ করতে চিকিৎসকদের জন্য ন্যূনতম পরিমাণ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসকগণ আজ ২১শে মার্চ, ২০২০ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সেবা প্রদান থেকে বিরত থাকবেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে এ ঘোষণাটি আজ জানানো হয়।

এর আগে বর্তমান করোনা পরিস্থিতিকে সামনে রেখে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি হাসপাতালটির পরিচালক মহোদয়, ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদকে অবহিত করা হলে তিনি আশ্বাস দেন, এ বিষয়টি তিনি দেখবেন এবং মাস্ক, গ্লাভস ছাড়াও প্রয়োজন হলে PPE এর ও ব্যবস্থা করবেন। কিন্তু পরবর্তীতে চিকিৎসকদের জন্য ন্যূনতম পরিমাণ সুরক্ষা প্রদানে তিনি ব্যর্থ হওয়ায় এমন পরিস্থিতিতে ইন্টার্নদের পক্ষে আর সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার ঘোষ

Platform:
Related Post