X

সিলেটে ডাক্তারদের বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছেন এক মেডিকেল শিক্ষার্থী

প্ল্যাটফর্ম নিউজ
রবিবার, ১৯শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

করোনা পরিস্থিতিতে যখন সিলেটের প্রায় সকল খাবারের দোকান বন্ধ, তখন বিভিন্ন হাসপাতালে ডিউটিরত চিকিৎসকদের পড়তে হয় বিপাকে। চিকিৎসকদের এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ালেন এক তরুন মেডিকেল শিক্ষার্থী এজাজ উদ্দিন আহমেদ সানি। তিনি সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের একজন শিক্ষার্থী।

তিনি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তারদের কাছ থেকে আসা ফোনকল হতে ঠিকানা নিয়ে উক্ত হাসপাতালে খাবার পৌঁছে দিচ্ছেন সম্পূর্ন বিনামূল্যে।

বাসায় রান্না করা খাবারগুলো তিনি নিজে পরিবহন করে নিয়ে যান। এ কাজে তিনি পরিবার থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছেন। এক্ষেত্রে ওনার মায়ের অবদান সবচেয়ে বেশি বলে তিনি জানান।

সিলেটের ডাক্তার সমাজের এখন এক পরিচিত ও উপকারী মুখ হয়ে উঠেছেন এজাজ সানি।
তিনি ৭ এপ্রিল থেকে এখন পর্যন্ত ডাক্তারদের এ সেবা দিয়ে যাচ্ছেন। সামর্থ অনুযায়ী তিনি যতদিন পারেন, এ সেবা দিয়ে যাবেন বলে জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

হৃদিতা রোশনী:
Related Post