X

কোভিড-১৯: আরো ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২ জন

১৯ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৭ জন ও আরোগ্য লাভ করেছেন ৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ২৪৫৬ জন, মোট মৃতের সংখ্যা ৯১ জন এবং সুস্থ হয়েছেন মোট ৭৫ জন।

দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহেদ মালিক স্বপন। তিনি জানিয়েছেন দেশে কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে গিয়েছে। তিনি আরো জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, নতুন আক্রান্ত রোগীদের ৬৬% রোগী পুরুষ ও ৩৪% রোগী নারী। তাদের সর্বোচ্চ ২৩.৪% রোগীর বয়স ৩১-৪০ বছরের মধ্যে এবং ২২.৩% রোগীর বয়স ২১-৩০ বছরের মধ্যে। নতুন রোগীর ৪৪% রোগীই ঢাকার অধিবাসী, এছাড়া ৩১% রোগী নারায়ণগঞ্জের এবং বাকি ২৫% রোগী অন্যান্য অঞ্চলের অধিবাসী।

গত ২৪ ঘণ্টায় ২৭৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ২৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

Platform:
Related Post