X

সিলেটের ছাতকে সংঘর্ষ; ৬০ জনের চিকিৎসা দিলেন ১ জন ডাক্তার

প্ল্যাটফর্ম নিউজঃ ২৯ এপ্রিল, বুধবার, ২০২০

সিলেটের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের নানশ্রীচক এলঙি গ্রামে গতকাল (২৮ এপ্রিল) বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। প্রায় ঘন্টাখানেক দুই পক্ষের সংঘর্ষে প্রায় শতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাধারণ জখমীদের কৈতক হাসপাতালে প্রেরণ করা হয়।

সুনামগঞ্জের ছাতকের ২০ শয্যা বিশিষ্ট কৈতক হাসপাতালে ডা. কুশাল চক্রবর্তী একাই ৬০ জন আহতের সেবা দিয়েছেন। এমন পরিস্থিতিতে নিজের সুরক্ষা নিশ্চিতের সুব্যবস্থাও তার ছিল না। তিনি জানান, “গুণে গুণে ৬০ জন পালোয়ানের নাম নিবন্ধন করলাম। বিশ্ব যেখানে করোনা পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের এই জাতীয় বীরেরা মারামারি করে বিশ্বকে উদ্ধার করছেন! মাঝে মাঝে আসলেই বলার কিছু থাকে না অসহায় চাহনি ছাড়া।”

উক্ত হাসপাতালের চিকিৎসক সংকটের কথাও জানা যায়। হাসপাতালটিতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয় নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্টাফ রিপোর্টার/শরিফ শাহরিয়ার

Platform:
Related Post