X

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফান এবং করোনাতে ক্ষতিগ্রস্থ উপকূলবাসীদের মাঝে মেডিসিন ক্লাবের ত্রাণ বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৪ মে, ২০২০

সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আম্ফান এবং করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ উপকূলবাসীদের মাঝে মেডিসিন ক্লাবের উদ্যোগে, অস্ট্রেলিয়া প্রবাসী ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ১১০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করা হয়:
৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ০.৫ কেজি তেল, ১ কেজি লবণ, ১টা সাবান।

দেশ থেকে এতোটা দূরে থেকেও দেশের মানুষের প্রতি ও মেডিসিন ক্লাবের জন্য প্রবাসী মেডিসিনিয়ানদের এ আবেগ এবং ভালোবাসাই এ কর্মসূচী আয়োজনের মূল পাথেয়। মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের আয়োজনে এ ত্রাণ বিতরণ কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলো মেডিসিন ক্লাব, সাতক্ষীরা মেডিকেল কলেজ।

অংকন বনিক:
Related Post