X

কোভিড-১৯: গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় নতুন করে আরো ৮১ জন শনাক্ত

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৪ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৮১ জন, মৃত্যুবরণ করেছেন আরো ১ জন ও আরোগ্য লাভ করেছেন ২ জন। এ নিয়ে জেলাটিতে মোট শনাক্ত রোগী ৬০৭ জন, মোট মৃতের সংখ্যা ২০ জন এবং সুস্থ হয়েছেন মোট ৯০ জন।

কুমিল্লা শহরের ঝাউতলা হয়ে উঠেছে করোনার হটস্পট। ঝাউতলার এক পরিবারের তিন জন, ঝাউতলার একে শামসুল হক রোডের একজন, শহরের শাকতলা, নবাব বাড়ি চৌমুহনী, উত্তর কালিয়াজুড়ির কোরের পাড়, ছোটরা, দক্ষিণ চর্থা, বিষ্ণুপুরের একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। কুমিল্লা সিটি কর্পোরেশনে মোট ১১ জন আক্রান্ত হয়েছেন। সদর হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর পর তার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। কুমিল্লার সদর উপজেলার দৌলতপুরের আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়াও চান্দিনায় ২২ জন, মুরাদনগরে ৮ জন, মেঘনায় ৮ জন, দেবীদ্বারে ৯ জন, বুড়িচংয়ে ৮ জন, লাকসামে ৩ জন, তিতাস, ব্রাহ্মণপাড়ায় ২ জন করে, হোমনা, মনোহরগঞ্জে ১ জন করে আক্রান্ত হয়েছেন। জেলাটিতে মোট ৬,৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

অংকন বনিক:
Related Post