X

সাঘাটায় মেডিকেল ক্যাম্প পরিদর্শনে- ডেপুটি স্পীকার

বন্যার্তদের স্বাস্থ্য সেবা প্রদানে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়াহাটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে হুমায়ন আহম্মেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণ ৬ সেপ্টেম্বর শুক্রবার আত্ন উন্নয়ন সংস্থা কার্যালয়ে একদিনের বিনামূল্যে দরিদ্র ১৫ শ মানুষকে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করেছেন।

সাস্থ্যক্যাম্প পরিচালনার দায়ীত্তে ছিলো প্ল্যাটফর্ম রংপুর জোনের চিকিৎসকবৃন্দ।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কষ্ট করে চিকিৎসেবা দিচ্ছেন। আমাদের এলাকার লোকজন কত কষ্টে থাকেন তা নিশ্চয়ই দেখেছেন। তিনি এ উদ্দ্যোগকে সাধুবাদ জানান। এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, প্রকৌশলী ছাবিউল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,এস, আই হাসেম,এ ,এস, আই রাজু আহম্মেদ,
হিমু পরিবহণের সভাপতি আসলাম হোসেন,সংস্থার নির্বাহী প্রধান ফরহাদ হোসেন মন্ডল।
প্ল্যাটফর্ম রংপুর জোনের ডাক্তার হাসিবুল হাসান হিমেল, ডাক্তার আব্দুল্লাহ, ডাক্তার খালিদ হাসান রেজা, ডাক্তার সাবরিনা ইসলাম (হলিক্রস মেডিকেল ঢাকা)।

মূল লেখক

ওয়াসিফ হোসেন
নর্দান মেডিকেল কলেজ,রংপুর
সেশন:২০১৩-১৪

Special Correspondent:
Related Post