X

আন্তর্জাতিক “শি লাভস টেক” প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডাঃ ফাহরিন হান্নান

৩১ আগস্ট ২০১৯ শনিবার ঢাকার আগারগাঁও-এ আইসিটি ডিভিশন ভবনে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মাঝে অনুষ্ঠিত প্রতিযোগিতা “শি লাভস টেক বাংলাদেশ” এর বিজয়ী ঘোষিত হন ডাঃ ফাহরিন হান্নান।

ডাঃ ফাহরিন হান্নান এর স্টার্টআপ “ঢাকা কাস্ট: লিসেন টু মি” একটি স্বাস্থ্য বিষয়ক স্টার্টআপ, যা ডায়াবেটিক রোগীদের বিভিন্ন সেবা দিয়ে থাকে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার গ্রহণ করছেন ডাঃ ফাহরিন হান্নান

“শি লাভস টেক” নারী উদ্যোক্তাদের জন্যে বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ কম্পিটিশন। বাংলাদেশ, ভারত, চীন, জার্মানি, হংকং, সিঙ্গাপুরসহ বিশ্বের ৪০টি দেশের সেরা নারী উদ্যোক্তাদের নিয়ে প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হবে চীনের বেইজিং শহরে।

বাংলাদেশের বিজয়ী ডাঃ ফাহরিন হান্নান তাঁর টিম নিয়ে শীঘ্রই বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিবেন এবং এই আন্তর্জাতিক অঙ্গণে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

Platform:
Related Post