X

শেবাচিমে রেসিডেন্সি কোর্স-মতবিনিময় সভায় আলোচনা

শেবাচিম বরিশালে আয়োজিত হল সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান


শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে বৃহস্পতিবারে একটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: কামরুল হাসান, উপউপাচার্য(প্রশাসন) অধ্যাপক ডা: শরফুদ্দিন আহমেদ, ট্রেজারার অধ্যাপক ডা: আলী আসগর মোড়ল ও প্রোক্টর ডা: অধ্যাপক হাবিবুর রহমান মহোদয়দের সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে আগত গন্যমান্য অতিথিদের পাশাপাশি পুরো দক্ষিণববঙ্গের চিকিৎসক সমাজের নেতৃবৃন্দ সহ সর্বোস্তরের শিক্ষক, চিকিৎসক, নার্স ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা শেবাচিমে অচিরেই বিভিন্ন সাবজেক্টে রেসিডেন্সী কোর্স চালুর ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবী জানান।

সংবাদঃ ডাঃ আসিফ, শিক্ষানবিশ চিকিৎসক

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post