X

সুইডেনের এস আই স্কলারশিপ-বাংলাদেশি চিকিৎসকদের সুযোগ

সুইডিশ ইন্সটিউট স্টাডি স্কলারশিপ, সংক্ষেপে এসআইএসএস নামে পরিচিত। অনেকে আবার এসআই স্কলারশিপ হিসেবে জানে।
সিলেক্টেড কিছু কান্ট্রির স্টুডেন্টদের এই স্কলারশিপে মাস্টার্স লেভেলে সুইডেনের বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনার বিশাল একটা সুযোগ দেয়া হয়। বিশাল সুযোগ এই জন্য বলছি যে প্রায় ৩০০ এর মত স্কলারশিপ বিভিন্ন দেশের জন্য এবং সেগুলো সব নামকরা নামকরা ভার্সিটিতে। খুশির খবর Least Developed Countries এর লিস্টে বাংলাদেশের নাম আছে এবং তার অর্থ হল বাংলাদেশের মত দেশগুলো থেকে স্কলারশিপ প্রার্থীদের প্রায়োরিটি থাকবে আগে। স্কলারশিপ দেয়া হবে ২০১৬ এর Autumn Session এর জন্য। দেয়া হবে টিউশন ফিস এবং লিভিং কস্ট। আর এই স্কলারশিপের সিলেকশন প্রসিডিউর দুই ধাপে হয়ে থাকে। আজ এখানে প্রথম ধাপ নিয়ে যতটুকু পারি আলোচনা করব।
ভূমিকা কি বেশি বড় হয়ে গেল? আচ্ছা, আচ্ছা, এবার আসল কথায় আসি। এই স্কলারশিপ দিয়ে আমাদের ডাক্তারদের কাজ কি? কাজ আছে, কারণ এমন কিছু কিছু সাব্জেক্টে এমন কিছু কিছু ভার্সিটিতে স্কলারশিপ আছে, যা হয়ত কল্পনার বাইরে। ছোট্ট দুইটা ভার্সিটির উদাহরণ দেই, এই যেমন ধরুন কারোলিন্সকা বা আপসালা। তাই বলে বাকি ভার্সিটিগুলোও কিন্তু হেলাফেলা করবেন না আবার। এবার আসুন এক পলকে জেনে নেই কোন কোন ভার্সিটির কোন কোন প্রোগ্রামে ডাক্তারদের স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে।
1. Chalmers University of Technology
– Biotechnology
– Biomedical Engineering
2. Halmstad University
– Exercise Biomedicine and Human Performance
3. Jonkoping University
– Interventions in Childhood
4. Karolinska Institute
– Bioentrepreneurship
– Biomedicine
– Global Health
– Health Informatics
– Molecular Techniques in Life Science
– Public Health Sciences (Epidemiology)
– Public Health Sciences – Health Economics, Policy and Management
– Toxicology
5. KTH Royal Institute of Technology
– Medical Biotechnology
– Medical Engineering
6. Linkoping University
– Biomedical Engineering
– Organic Synthesis (Medicinal Chemistry)
7. Linnaeus university
– Psychology, Work and Organizational Psychology
8. Lund University
– Bioinformatics
– Biomedicine
– Disaster Risk Management and Climate Change Adaptation
– Molecular Biology (Molecular Medicine)
– Molecular Biology (Microbiology)
– Molecular Biology (Molecular Genetics and Biotechnology)
9. Malmo University
– Biomedical Surface Science
10. Stockholm University
– Biochemistry
– Microbiology
– Molecular Life Sciences
– Neurochemistry with Molecular Neurobiology
– Nutrition
11. Södertörn University
– Infectious Disease Control
12. Umea University
– Molecular Biology
– Public Health
– Public Health (One Year)
– Public Health with a specialization in Health Economics
13. University of Gothenburg
– Global Health
– Molecular Biology
– Organic and Medicinal Chemistry
– Public Health Science with Health Economics
14. University of Skövde
– Bioinformatics
– Cognitive Neuroscience: Mind, Brain and Wellbeing
– Molecular Biotechnology
– Tumor Biology
15. Uppsala University
– Applied Biotechnology
– Bioinformatics
– Biology Cell and Molecular Biology
– Biology Immunology and Microbiology
– Biomedicine
– Chemistry Biochemistry
– Chemistry Chemical Biology
– Forensic Science
– Infection Biology
– International Health
– Medical Nuclide Techniques
– Medical Research
– Molecular Biotechnology
– Molecular Medicine
– Pharmaceutical Modelling
16. Örebro University
– Cardiovascular Medicine
– Innate Immunity in Health and Disease
– Nutritional Molecular Medicine and Bioinformatics
– Sport Physiology and Medicine Programme

এবার আস্তে ধীরে, কিভাবে কি করতে হবে সেটা বলি। প্রথমেই বলে রাখি কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আপনি এই স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবেন। প্রথমেই বলেছি সিলেক্টেড কান্ট্রির সিটিজেন হতে হবে। এবং তার ভিতরে বাংলাদেশ আছে। এবার আসি আপনি যোগ্য কিনা? তার আগে পয়েন্ট নম্বর ১, এই স্কলার শিপ ফ্রেশারদের জন্য নয়। পয়েন্ট নম্বর দুই, এই স্কলারশিপ তাদের জন্য যাদের ইতিমধ্যে দুই বছরের বা ২৮০০ ঘন্টার কাজের অভিজ্ঞতা আছে। তবে মজার ব্যাপার হল এর ভিতরে অন্তর্ভুক্ত আছে

Full-time employment
Part-time employment
Voluntary work
Paid or unpaid internships
Position of trust

তার মানে দাড়াচ্ছে আমরা আমাদের ইন্টার্নশিপের সময়টুকু কাজের প্রুফ হিসেবে দেখাতে পারব। এক বছর এখানেই মাইনাস হয়ে যাচ্ছে। সুতরাং, এক বছর ইন্টার্নশিপ + এক বছর কোন ক্লিনিক/অর্গানাইজেশনের কাজ করার অভিজ্ঞতা দেখালেই আমাদের চলবে।
তো ধরলাম, আপনার কাজের অভিজ্ঞতা আছে। এবার কি করতে হবে। সোজা চলে যান http://www.universityadmissions.se ওয়েবসাইটে।
পছন্দের ভার্সিটির পছন্দের সাব্জেক্টে এডমিশনের জন্য এপ্লাই করুন বুঝেশুনে (আপনাদের ঝামেলা যেন কম সেজন্য কিন্তু লেখার প্রথমেই স্কলারশিপ এভেইলেবল ভার্সিটি এবং সেসব ভার্সিটির সাব্জেক্টগুলোর নাম কিন্তু দিয়ে দিয়েছি।) ইউনিভার্সিটি এডমিশন এপ্লিকেশনের জন্য সময়সীমা ১ ডিসেম্বর ২০১৫ থেকে ২০ জানুয়ারি ২০১৬ পর্যন্ত। এখানে একটা টুইস্ট আছে, আপনাকে অফেরতযোগ্য এপ্লিকেশন ফি জমা দিতে হবে। যার পরিমাণ ৯০০ সুইডিশ ক্রোনার। জেনে রাখা ভালো এক সুইডিশ ক্রোনার সমান বাংলাদেশি ৯ টাকা বর্তমানে। এই ফি কিভাবে দেবেন সেটার বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে,
https://www.universityadmissions.se/…/Paying-your-applicat…/

এই ফি এবং সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে ১ ফেব্রুয়ারি ২০১৬ এর আগে। এভাবেই প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে যদি টিকে যান আপনাকে সেটা মেইলে জানিয়ে দেয়া হবে। তারপরেই শুরু হবে দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুতি। নিচে কিছু লিংক দিয়ে দিচ্ছি সেগুলো পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন আশা করি।

১। এসআই স্কলারশিপের সারসংক্ষেপ
https://eng.si.se/…/the-swedish-institute-study-scholarshi…/
২। এসআই স্কলারশিপের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া
https://eng.si.se/…/the-swedish-…/siss-eligibility-criteria/
৩। এসআই স্কলারশিপের এপ্লিকেশন প্রসিডিউর এবং ডেটলাইন্স (কী ডেটস)
https://eng.si.se/…/siss-application-procedure-and-key-dat…/
৪। সুইডিশ সরকারের ভার্সিটি এডমিশন পোর্টাল
https://www.universityadmissions.se/intl/start
৫। এডমিশন ফি জমা দেয়ার বিস্তারিত বিবরণ
https://www.universityadmissions.se/…/Paying-your-applicat…/

এবার কিছু পরামর্শ দেই আপনাদের, যে ভার্সিটির যে সাব্জেক্টে এপ্লাই করতে চান সেই সাব্জেক্টের এটুজেড বিস্তারিত ভার্সিটির ওয়েবসাইট থেকে জেনে নিন। কোন প্রশ্ন থাকলে প্রোগ্রাম কো-অর্ডিনেটর/প্রোগ্রাম সুপারভাইজার/কন্ট্যাক্ট এ যোগাযোগ করুন। তারা যথেষ্ট উপকারী, উত্তর পাবেন আশা করি। আর উপরে ক্রমিকানুসারে যে পাঁচটা লিঙ্ক দিলাম সেগুলোর বিস্তারিত লাইন বাই লাইন বুঝে বুঝে পড়বেন। আর আপাতত ফার্স্ট স্টেপ নিয়েই ভাবুন। কোন প্রশ্ন থাকলে তাদেরকে মেইল করেন। বা এই পোস্টেও জিজ্ঞেস করতে পারেন। জানার ভেতরে থাকলে উত্তর দেবার চেষ্টা করব। আজকের মত এখানে ইতি টানলাম।

ডাঃ শুভ হাসান
কোয়ালিটি এস্যুরেন্স এসোসিয়েট,
ইউএসএইড, বাংলাদেশ।

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (17)

Related Post