X

শাহাবুদ্দীন মেডিকেল কলেজে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত

সারা দেশের মত DGHS এবং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মের যৌথ সহযোগিতায়, গুলাশানে অবস্থিত শাহাবুদ্দীন মেডিকেল কলেজেও সফলভাবে আয়োজিত হল, বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, অধ্যাপক ডা. জাফরুল্লাহ,
, হসপিটাল ডিরেক্টর সহ কাডিওলজি বিভাগের প্রধান ডা. মাহমুদ সিনহা, এবং কমিউনিটি মেডিসিনের লেকচারার ডা. হোসনেয়ারা, ডা. নিলিমা, ও মাইক্রোবায়োলজি বিভাগের লেকচারার ডা. এঞ্জেলিকা দিবা।

জলাতঙ্ক – অপরকে জানান, জীবন বাঁচান এই প্রতিপাদ্যে শুরু করা হয় দিবসটি।

সকাল ১০.৩০ এ র‍্যালির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
উক্ত র‍্যালিতে উপস্থিত ছিল ৪০/৫০ জন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ, র্যালী গুলশান এলাকা প্রদক্ষিনকালে পথচারি এবং সর্বস্তরের জনগনের মাঝে লিফলেট বিতরন, জলাতঙ্ক নিয়ে কাউন্সেলিং করে।

র্যালী শেষে সিগনেচার ব্যানারে সই করে ছাত্রছাত্রী শ্রদ্ধেয় শিক্ষকগন, এবং রোগি ও রোগির সাথে আগত সবাইকে লিফলেট প্রদান এবং জলাতঙ্ক নিয়ে কাউন্সেলিং করা হয়।

পোস্টার ও স্টিকার একাডেমিক ও হসপিটালের জনবহুল গুরুত্বপূর্ণ জায়গায় দুইদিন আগেই লাগানো হয়।

ছাত্রছাত্রী ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় সফল করা হয় সফল করা হয় অনুষ্ঠানটি।

স্বাস্থ্যসচেতনতায় এভাবেই নতুন দিগন্তের সুচনা করে যাচ্ছে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্ম।

প্রোগ্রামটি সফলভাবে আয়োজনে নেতৃত্ব দিয়েছেন প্ল্যাটফর্ম এক্টিভিস্ট মোহাম্মদ নাজমুল আবেদীন।

সাথে ছিলেন মোহাম্মদ আরিফ হোসেন, সুমন, হাসান, পুলক মাহদি, আরমান লাভলু রিয়াজউদ্দিন কপিল।

ফিচার লেখক
মোহাম্মদ নাজমুল আবেদীন
প্ল্যাটফর্ম এক্টিভিস্ট

ওয়েব টিম:
Related Post