X

রিজেন্ট হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হলো সরকারি চিকিৎসকদের

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২০, রবিবার

কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসাবে বেসরকারি রিজেন্ট হাসপাতাল লিমিটেড-এ কর্মরত সরকারি চিকিৎসক ও কর্মচারীদের সংযুক্তি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ (১৭ মে) একটি অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বেলাল হোসেন।

কোভিড-১৯ মোকাবেলায় সাধারণ জনগণের চিকিৎসার সুব্যবস্থা করতে সারাদেশে কোভিড ডেডিকেটেড বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও সরকারি চিকিৎসকসহ স্বাস্থ্য সেবা বিভাগের কর্মচারীদের বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে সংযুক্তির মাধ্যমে কাজ করার আদেশ দেওয়া হয়। এই অফিস আদেশের মাধ্যমে রিজেন্ট হাসপাতাল হতে সকল চিকিৎসক ও কর্মচারীদের ফেরত আনা হলো এবং তাদের মূল পদে বহাল রাখা হলো।

Abdullah Al Maruf:
Related Post