X

মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ ৮ জন করোনায় আক্রান্ত

প্ল্যাটফর্ম নিউজ, ০৬ মে ২০২০, বুধবার:

মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ৩ জন ডাক্তার।

বুধবার জেলার সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট মেডিকেলে ল্যাবের টেস্টে এ রিপোর্ট পাওয়া যায়। একই সাথে সিলেটের আরও ৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ওসমানী মেডিকেলে ১৮৬ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১২ টি পজিটিভ আসে।

এর আগে, সদর হাসপাতালের এক চিকিৎসকের করোনা পজিটিভ পাওয়া গেছে। তার বাসার কাজের মহিলার স্বামীর শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

এ অবস্থায় হাসপাতাল লকডাউন করা হবে কিনা জানতে চাইলে সিভিল সার্জন জানান, ‘সবার সাথে আলাপ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক/শরিফ শাহরিয়ার

Abdullah Al Maruf:
Related Post