X
    Categories: নিউজ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক চিকিৎসক

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক চিকিৎসক

১০ জানুয়ারি মানিকগঞ্জে নিজ কর্মস্থলে যাবার পথে শিশু বিশেষজ্ঞ ডা: মঞ্জুর আলম খান (৪২) সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

ডাঃ মঞ্জুর আলম খান ১০ জানুয়ারি সকালে তার মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। এমন সময়ে সকাল সাড়ে নয়টা নাগাদ ঢাকা-আরিচা মহাসড়কে তরা সেতুর নিকট একটি দ্রুতগামী মাটি-বোঝাই ট্রাক তার মোটরসাইকেলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি বিবেচনা করে পরবর্তীতে তার পরিবার তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাঃ মঞ্জুর আলম খান মানিকগঞ্জ শহরে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৩৭ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২৭তম বি.সি.এস. পরীক্ষা দিয়ে তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন এবং দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

ওয়েব টিম:
Related Post