X

একটি অনন্য সিভিল সার্জন অফিস ও একজন ডা.মুজিবুর রহমান

১৬ জানুয়ারি,২০১৯,বুধবার। 

বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় সিভিল সার্জন কার্যালয় রয়েছে। প্রতিটি কার্যালয়েই একজন করে সিভিল সার্জন নিযুক্ত আছেন এবং প্রত্যেকেই নিজ নিজ কর্মস্থলে চমৎকার  কিছু উদ্যোগ নিয়ে থাকেন।

এরই মধ্যে একটি হল কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়, যেখানে নিযুক্ত আছেন ডা. মুজিবুর রহমান। তাঁর একনিষ্ঠতা ও সর্বাত্মক চেষ্টায় আজ কুমিল্লা সিভিল সার্জন অফিস এক অনন্য অবস্থান সৃষ্টি করেছে দেশের সকল জেলার মধ্যে।

ডা. মুজিবুর এবং তাঁর অন্যতম সিভিল সার্জন কার্যালয়টি নিয়ে লিখেছেন, ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।

 

আমার স্বল্প সময়ের চাকরি জীবনে সুযোগ হয়েছে অসাধারণ কিছু মানুষের সান্নিধ্যে আসার, তাদেরই অন্যতম একজন, কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
তাঁর প্রজ্ঞা, মননশীলতা আর দেশপ্রেমের মনোভাব প্রকাশিত হয়েছে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে। যার জন্য তিনি সর্বজন নন্দিত হয়েছেন, হচ্ছেন।  যার অন্যতম নিদর্শন, সুস্বাস্থ্য কুমিল্লা আর অরুণোদয়ের অগ্নিশিখা।

সুস্বাস্থ্য কুমিল্লাঃ

প্রথমেই বলছি সুস্বাস্থ্য কুমিল্লার কথা

এটি কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত বার্ষিক প্রকাশনা, যা প্রকাশিত হচ্ছে গত পাঁচ বছর ধরে। জেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন, স্বাস্থ্য বিষয়ক লেখা ও বার্তার সমন্বয়ে এই ম্যাগাজিন টি স্বাস্থ্য অধিদপ্তর সহ সকল জেলা, উপজেলায় প্রশংসিত হয়েছে। এই ধারাবাহিক প্রকাশনাটি যেহেতু ম্যাগাজিন, তাই এবার এটা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে। সংযোজন করেছে তাঁর সর্বশেষ বাণী। বিজয়ের মাসে প্রকাশিত ম্যাগাজিনটির প্রচ্ছদে তুলে ধরা হয়েছে কুমিল্লার মুক্তিযুদ্ধের ভাস্কর্য “যুদ্ধ জয় “। অন্যান্য লেখায় আছে এন্টিবায়োটিক নিয়ে সচেতনতা, হৃদরোগের সচেতনতা, দাঁতের রুট ক্যানেল নিয়ে লেখা। পেট্রোল বোমা হামলার রাতে রোগীদের চিকিৎসা দেয়া এক প্রত্যক্ষদর্শী চিকিৎসকের বর্ণনা।

 

 

অরুণোদয়ের অগ্নিশিখাঃ 


আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিভিল সার্জন অফিসে সংযোজিত হয়েছে , মুক্তিযুদ্ধ কর্নার ”  এখানে সন্নিবেশিত হয়েছে ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ৬৯ এর গণ আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন অংশ যেমন: উত্তাল মার্চ, ৭ মার্চের জনসভা, ২৫ মার্চের কাল রাত্রি, শরনার্থীদের গমন, প্রবাসীদের ভুমিকা, রাজাকারদের কর্মকাণ্ড, চিঠি, বুদ্ধিজীবী হত্যা, মুক্তিযুদ্ধের সংবাদপত্র, পোস্টার।

 

সর্বশেষে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। সেই সাথে সংযোজিত হয়েছে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী, তাঁর ছোট বেলা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার বিভিন্ন আলোকচিত্র। সংযোজিত হয়েছে ৭ বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ক জীবনী, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী,কবিতা, যুদ্ধের গল্প।

লাল সবুজের আভায় যে কোন দর্শনার্থীকে শিক্ত করবে এই আয়োজন। ক্ষণিকের জন্য টেনে নিয়ে যাবে আমাদের হৃদয়কে সেই মহান মুক্তিযুদ্ধের অনুভুতিতে। পুরো কর্নার জুড়ে বিভিন্ন দুর্লভ ছবির সংযোজন ঘটেছে, রয়েছে কুমিল্লায় প্রথম পতাকা উত্তোলনকারী এক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার গল্প।

 

     

 

 

 

তথ্য ও ছবিঃ ডা. নিসর্গ মেরাজ চৌধুরী,মেডিকেল অফিসার (ডিআরএস),সিভিল সার্জন অফিস,কুমিল্লা।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post