X

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়ালো, আক্রান্ত ৪ কোটি ৭৮ লাখ

প্ল্যাটফর্ম নিউজ, ৪ নভেম্বর ২০২০, বুধবার

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্তকৃত হয়। পরবর্তীতে গত মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সংকটকে গত বৈশ্বিক মহামারি ঘোষণা করে। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট worldometers.info এর তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৪৩ জনে এবং  এদের মধ্যে মৃত্যুবরণ করেছে ১২ লাখ ২০ হাজার ৫৩৫ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৯৬ লাখ ৯২ হাজার ৫২৮ জন করোনা আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৬৪১ জন মৃত্যুবরণ করেছে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৮৩ লাখ ১৩ হাজার ৮৭৬ জন করোনার কবলে পড়েছে এবং এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১ লাখ ২৩ হাজার ৬৫০ জন। করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬৭ হাজার ১২৬ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৫৪৮ জন। এদিকে ভাইরাসটির সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিবেচনায় ইউরোপের বিভিন্ন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে

 

গতকাল (৩ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৬৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৮৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জনে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৬ লাখ ৫৬ হাজার ৪৭৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৬২ লাখ ৩৬ হাজার ১৭০ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৫০ লাখ ২৮ হাজার ২১৬ জন)। এ নিয়ে বিশ্বব্যাপী সুস্থ হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৬০৯ জন।

Firdaus Alam:
Related Post