X

“অ্যাম্বুলেন্স ” শব্দটি উল্টো করে লেখার রহস্য

প্ল্যাটফর্ম নিউজ, ৪ নভেম্বর,২০২০, বুধবার

 

লেখা: ডা. দীপ্ত প্রদীপ্ত,

রংপুর মেডিকেল কলেজ, ২১ তম ব্যাচ

 

পদার্থবিজ্ঞান এ আলোর প্রতিবিম্ব দর্পণের প্রকৃতির উপর নির্ভরশীল। দর্পণ হল যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। আর প্রতিবিম্ব গঠনের জন্য প্রতিফলন আবশ্যক। দর্পণের বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। একেক দর্পণতলে একেক রকমের প্রতিফলন হয়ে থাকে, তাই প্রতিবিম্ব বিভিন্ন বৈশিষ্ট্য এর হয়।

দর্পনের প্রকারভেদ:

১. গোলীয় দর্পণ

২. সমতল দর্পণ

 

  • গোলীয় দর্পণ:

১. অবতল ( প্রতিবিম্ব বাস্তব ও উল্টো)

২. উত্তল (প্রতিবিম্ব অবাস্তব ও সোজা)

 

সাধারণত রাস্তায় গাড়ির দর্পণ হিসেবে অবতল দর্পণ ব্যবহৃত হয়। কিন্তু প্রতিবিম্ব উল্টো করে গাড়ির আয়নায় দেখা যায়।

 

আর অ্যাম্বুলেন্স রাস্তায় চলে, খুব জরুরী ভিত্তিতে তাকে হাসপাতালে পৌঁছানোর জন্য অন্যান্য গাড়ি দ্রুততার সাথে রাস্তা ক্লিয়ার করে দেয়। রাস্তার ড্রাইভার যাতে সহজেই বুঝতে পারে তার পাশে কিংবা পিছনে অ্যাম্বুলেন্স আছে তাই এর সামনে উল্টো করে AMBULANCE লিখা থাকে।

ফলে অন্যান্য ড্রাইভার রা তাদের গাড়ির আয়নায় সহজেই পড়তে পারে আর দ্রুত যাওয়া সুযোগ করে দেয়। এই হল রহস্য।

 

Gowri Chanda:
Related Post