X

বগুড়ায় সর্দি-জ্বরে আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু, ১৫ বাড়ি লকডাউন

২৯ মার্চ,২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সর্দি-জ্বরে আক্রান্ত মাসুদ রানা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসন গত শনিবার সেখানকার ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন।

নিহত ব্যক্তির স্ত্রীর তথ্য মতে জানা গেছে , মাসুদ রানা ঢাকার কাশিম বাজারে ব্যবসা করতেন। তার স্ত্রী চাকরির সুবাদে শিবগঞ্জ উপজেলায় শিশু ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বাস করতেন।

মাসুদ রানা গত ২৪ মার্চ গাজীপুর থেকে স্ত্রী ও সন্তানের কাছে ফিরে সর্দি-জ্বরে আক্রান্ত হন। স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছিলেন। গত শুক্রবার (২৭ মার্চ) রাতে তার অবস্থার অবনতি হয়।

পরবর্তীতে মাসুদের স্ত্রী বিষয়টি করোনা ভাইরাস সংক্রান্ত হটলাইনে জানান।

শনিবার হটলাইনে ঘটনাটি জানার পর এগিয়ে আসেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল। তিনি বিষয়টি জেলা সিভিল সার্জন ডা. গাউসুল আজিম চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে জানান। পরে সিভিল সার্জনের নির্দেশে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোরতজা আব্দুল হাই শামীম শনিবার সকাল ১০টায় ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সিভিল সার্জন জানান, আইইডিসিআর কর্তৃপক্ষ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাতে বলেছেন। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিবগঞ্জের ইউএনও আলমগীর কবির বলেন, যেহেতু ওই ব্যক্তির মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ব্যক্তির বাড়ির আশপাশের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ

Publisher:
Related Post