X

ফুলপুরে চিকিৎসক এর উপর হামলার ঘটনায় ৬ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে ডাক্তারের উপর আক্রমণ করায় মোট ছয়জন এখন জেলখানায় রয়েছে। রবিবার পর্যন্ত তারা জামিনের আবেদনই করতে পারবে না এবং পরেও যাতে সহজে জামিন না পায় সেইসব ধারায় মামলা করা হয়েছে। গত ৭ই ফেব্রুয়ারী মধ্যরাতে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর অবস্থা খারাপ বলে উচ্চতর চিকিৎসার স্বার্থে মেডিকেল কলেজে রেফার করায় এবং পরবর্তীতে রোগী মারা যাওয়ায় রোগীর লোকজন (প্রায় ১০-১২ জন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসে কর্তব্যরত চিকিৎসক এর উপর হামলা করে আহত করে। এ ঘটনার প্রেক্ষিতে সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা, কর্তব্যরত অবস্থায় আঘাত করা এবং সরকারি সম্পত্তি বিনস্ট করার অভিযোগে মামলা দায়ের করা হয়।

উক্ত ঘটনায় প্রথমে পাঁচ জনকে এবং পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসকদের স্বার্থ রক্ষায় ময়মনসিংহ বিএমএ এর তৎপরতায় ব্যাপারটি দ্রত কার্যকর হয়েছে। ময়মনসিংহ বিএমএকে ধন্যবাদ। কেন্দ্রীয় বিএমএ সহসভাপতি শ্রদ্ধেয় ডাঃ ফজলুল হক পাঠানকে  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার কর্মতৎপরতার জন্য।

কোন চিকিৎসক একা নয়, অন্যায় হামলা প্রতিহত করে নিরাপদ কর্মস্থল প্রতিষ্ঠান কর্মকান্ডের শুরু এখান থেকেই।

ripendil:
Related Post