X

ঢাকায় অনুষ্ঠিত হলো ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার

সংবাদদাতা: বনফুল রায়

গত ৮ ফেব্রুয়ারী, ২০১৭ প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারগণের অংশগ্রহণে “আন্তর্জাতিক ক্যান্সার দিবস-২০১৭” উপলক্ষে ঢাকার মৌচাকে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে অনুষ্ঠিত হয়ে গেল “Cancer Prevention: What to do?” শীর্ষক সেমিনার।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান, ক্যান্সার (এপিডেমিওলজি), সহযোগী অধ্যাপক ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে ক্যান্সার প্রতিরোধের বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক এবং ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটালের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ জাহেদুল আলম।

এছাড়াও ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সকল ডাক্তারসহ দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞগণ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে এখানকার স্বাস্থ্য সেবার মান সম্পর্কে ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।

উক্ত সেমিনারে স্বাগত বক্তব্যে হাসপাতালের চীফ অপারেশনাল অফিসার ডাঃ নাজমুল হাসান বলেন, হাসপাতাল শুরু থেকে এখন পর্যন্ত ক্যান্সার রোগীদের সকল ধরণের সুবিধা সহ সফলতার সাথে সব ধরণের চিকিৎসা দেয়া হয়ে থাকে। আছে বিশেষ সুলভ মূল্যে ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ। যার মাধ্যমে অল্প টাকায় ক্যান্সার বিশেষজ্ঞের মাধ্যমে শুরুতেই ক্যান্সার রোগ নির্ণয় করা সম্ভব।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এম এ আজিজ।
উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ এস এম আনিসুর রহমান, প্রাক্তন বিভাগীয় প্রধান (অনকোলজি), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত ব্যবস্থপনা পরিচালক, ডাঃ রুবাইয়াত ইসলাম ও উপ ব্যবস্থপনা পরিচালক, সুমনা ইসলাম ও প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা ডা. মোহিব নীরব।

Banaful:
Related Post