X

পরীক্ষার সময়সূচি নিয়ে বিপাকে ঢাবির চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীরা

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুন, ২০২২, শনিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পেশাগত পরীক্ষার শিক্ষার্থীরা ভীষণ বিপাকে পড়েছেন তাদের আসন্ন মৌখিক পরীক্ষার সময়সূচি নিয়ে। শিক্ষার্থীদের দাবী, সময়সূচি মোটেও মানবিক হয়নি, পরীক্ষাগুলোর মাঝে বিরতি দিনের সংখ্যা অত্যন্ত নগন্য। কোনো কোনো কলেজের শিক্ষার্থীরা কিছু কিছু বিষয়ে পাননি এ বিরতিটুকুও। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পেশাগত পরীক্ষার শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী এবং চিকিৎসকগণ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি মৌখিক পরীক্ষা পেছানো অথবা যথাযথ বিরতি দিয়ে সময়সূচি নতুন করে দেয়ার।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হলে দুটি বিষয়ে সমস্যা হবে। তা হলো: এর মধ্যে আবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) পরীক্ষা শুরু হবে। তার পর আবার পোস্ট গ্রাজুয়েশনের এমডি-এমএস পরীক্ষা। কাছাকাছি সময়ে বিসিপিএস, এফসিপিএস ও এমডি-এমএস পরীক্ষা, ঈদ-উল-আজহা। যারা পরীক্ষা নেবেন, সামনে তাঁদের সবার ঈদের ছুটি। এছাড়া আরও নানা কারণে পেছাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে ২০২২ ও জানুয়ারি ২০২২ এর চূড়ান্ত পেশাগত পরীক্ষার মৌখিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল পরীক্ষা।

তিনি আরও বলেন, অধিকাংশ পরীক্ষাই ঈদের আগে শেষ হয়ে যাচ্ছে। তবে ঈদের পর কয়েক মেডিকেলের শিক্ষার্থীদের পরীক্ষা থাকবে। ঈদে বন্ধ তারা ক্যাম্পাসে অবস্থান করলে পরীক্ষার্থীদের সকল দায়িত্ব প্রিন্সিপ্যাল মহোদয়গণ এর ব্যবস্থা থাকবে।

তবে দুই পরীক্ষার মাঝের বিরতি এবং সময়সূচিতে থাকা বাকি অসঙ্গতিগুলো দ্রুতসময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেন, যেসব শিক্ষার্থীর এক দিনের ব্যবধানে পরীক্ষা হচ্ছে, সেই সময়সূচি পরিবর্তনের জন্য বলা হয়েছে। প্রতিটি পরীক্ষার আগে কমপক্ষে ২/৩ দিনের ব্যবধান রাখতে বলা হয়েছে।

করোনা পরিস্থিতিতে এরই মধ্যে সকল কিছুই সহজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে সামগ্রিক দিক বিবেচনায় পুরো সময়সূচি সবার অনুকূলে যাবে না। এর পরও সকল দাবি-দাওয়া পূরণ করতে গেলে পুরো পদ্ধতি ধসে পড়বে।

 

 

 

Tasmia Prapty Coma:
Related Post