X

পানির নিচে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুন, ২০২২, শনিবার।

 

স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্বিষহ হয়ে উঠেছে সিলেটের জনজীবন। শুধুমাত্র বাসস্থান নয়, বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবলভাবে বন্যার পানি ঢুকছে হাসপাতালের ভিতরে। বন্যার কারণে চিকিৎসা সেবা প্রদান রীতিমত কষ্টসাধ্য এবং অসম্ভব হয়ে উঠছে।

 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. আবুল হাসনাতের ভাষ্যমতে, ‘সিওমেকের ইতোমধ্যেই পানি প্রবেশ করেছে। মেডিকেলের ওয়ার্ড, আইসিইউ, এনআইসিইউ, অপারেশন থিয়েটারসহ নিচের তলার সমস্ত ওয়ার্ড পানির নিচে তলিয়ে যাচ্ছে।’

এছাড়াও সমস্ত সিলেটে বন্যা পরিস্থিতির জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পরও যে জেনারেটরের মাধ্যমে হাসপাতালের জরুরী চিকিৎসা সেবা সরবরাহ চালু ছিল, সে জেনারেটরেও পানি প্রবেশ করায় সেটিও বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সিওমেকে চিকিৎসা সেবা দেয়া দূরূহ হয়ে উঠেছে।

ছবিঃ বিদ্যুৎবিহীন মেডিকেল কলেজের ভিতরে বন্যার পানি।
ছবিঃ কলেজ ভবনের ভেতরে অফিসরুম

এছাড়াও মেডিকেলের বিভিন্ন ছাত্রাবাস এবং রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।

ছবিঃ শেখ রাসেল হলের সামনে।
ছবিঃ শাহজালাল হলের সামনে।
ছবিঃ এনাটমি ভবন।
ছবিঃ ইন্টার্নি হোস্টেল।

এ অবস্থায়ও নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে শেষ চেষ্টা করে যাচ্ছেন মেডিকেলে কর্মরত চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকগণ চিকিৎসা সেবা চালিয়ে যাবার জন্য। বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে তারা চিকিৎসা কেন্দ্রে আসছেন যেন রোগীদের কোনো সমস্যা না হয়।

 

 

Tasmia Prapty Coma:
Related Post