X

পপকর্ন থেকে বিপত্তি, করতে হল হার্টের অপারেশন

১৪ জানুয়ারি ২০২০: দাঁতে পপকর্ন আটকে যাওয়াটা সত্যিই বিরক্তিকর। কিন্তু এই পপকর্ন যে হার্ট সার্জারীর কারণ হতে পারে, তা কয়জন বলতে পারে? এইরকম এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইংল্যান্ডে।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসের কোন একদিন ৪১ বছর বয়সী আ্যাডাম মার্টিন সিনেমা দেখার সময় পপকর্ন খাচ্ছিলেন। হঠাৎ তা আটকে গেল দাঁতে। সেই পপকর্ন বের করতে কত কিছুই না করলেন তিনি- কলমের ক্যাপ, টুথপিক, তারের টুকরা, পেরেক এরকম নানা জিনিস ব্যবহার করলেন দাঁত থেকে পপকর্ন বের করতে।

কিছুদিন পর মার্টিন বাধিয়ে বসলেন দাঁত ব্যথা। কিন্তু দাঁত ব্যথাকে সেইরকম আমলে নিলেন না তিনি, তার কিছুদিন পর জ্বর আসলো তার। জ্বর নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর পরীক্ষাতে বেরিয়ে এল হার্টের রোগ (হার্ট মারমার)। কয়েকদিন পর তিনি নিজেও খেয়াল করলেন তার পায়ের আঙ্গুলে ফোসকার মত ক্ষত।মেডিকেলীয় ভাষায় যার নাম জেনওয়ে লেসন (Janeway lesion)। আর এই সবই হল এন্ডোকার্ডাইটিস এর লক্ষণ, যার মানে হল হৃদপিণ্ডের ভিতরের পর্দাতে ইনফেকশন বা প্রদাহ।

অক্টোবরের শেষে মার্টিন ভর্তি হলেন হাসপাতালে এবং ডাক্তাররা তাকে জানালেন তার সেই ইনফেকশনটি হার্ট ভাল্বে ছড়িয়ে পড়েছে, ফলে ক্ষয় হয়েছে তার হার্ট ভাল্ব। সাত ঘন্টাব্যাপী অপারেশনের পর প্রতিস্থাপিত হল মার্টিনের হার্ট ভাল্ব।

যখন জীবাণু রক্তের মাধ্যমে হার্টে ছড়িয়ে পরে তখন হতে পারে এই এন্ডোকার্ডাইটিস নামক রোগটি। মার্টিনের ভাষ্যমতে পপকর্ন বের করার জন্য দাত খোচানো ছাড়া আর কোন কারণ মনে হচ্ছে না ইনফেকশনের।

দাঁত ব্যথা হওয়ার সাথে সাথেই তিনি যদি ডেন্টিস্টের কাছে যেতেন, তাহলে হয়তো এত বড় বিপদ থেকে বাচতে পারতেন।

প্রায় মৃত্যু মুখ থেকে ফিরে আসার পর মার্টিন এবং তার স্ত্রী হেলেন মার্টিন তাই দাঁত ব্যথা, মাড়ি থেকে রক্তপাত বা পুজ পড়ার সমস্যাকে অবহেলা না করে ডেন্টিস্টের কাছে যেতে পরামর্শ দেন এখন সবাইকে।

নিজস্ব প্রতিবেদক/ডা.মোশাররাত রহমান মৌ

Platform:
Related Post