X

পতন হলো আরও এক নক্ষত্রের

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ অক্টোবর ২০২০, শনিবার

আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ ২৪ অক্টোবর, শনিবার সকাল আটটা তিরিশ মিনিটে আদ্-দ্বীন উইমেন্স মেডিকাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়সছিল ৮৫ বছর।

সকাল ১০টা ৪০ মিনিটে আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে রফিক-উল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে মরদেহ পল্টনের বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা দুইটার দিকে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে। তারপর বনানী কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত হন।

ব্যারিস্টার রফিক-উল হক ভারতের দক্ষিণ কলকাতার চেতলা গ্রামে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি আইন পেশায় আসেন। ১৯৯০ সালে অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্ত হন। বর্নাঢ্য কর্মজীবনে তিনি সুনামের পাশাপাশি মানুষের ভালোবাসাও অর্জন করেন। পেশায় আইনজীবী হলেও তিনি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলেন, উপার্জিত প্রায় সব অর্থই দান করেছেন মানবকল্যাণে। আমৃত্যু চেয়ারম্যান ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশন এবং আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের।

তাঁর মৃত্যুতে সমাপ্তি ঘটলো একটি অধ্যায়ের, বাংলাদেশের মানুষ হারালো একজন অভিভাবককে।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sarif Sahriar:
Related Post